মেক্সিকোয় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১৫ জনের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৬ এএম
মেক্সিকোয় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১৫ জনের

মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৩ সেপ্টেম্বর) ইউকাতানের মেরিদা শহর ও প্রতিবেশী কাম্পেচে শহরের মধ্যবর্তী মহাসড়কে একটি ভারী ট্রেইলার, একটি ব্যক্তিগত গাড়ি ও একটি ট্যাক্সির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

রয়টার্সের খবরে বলা হয়, ইউকাতান রাজ্যের জননিরাপত্তা সচিব দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। সংঘর্ষের তীব্রতায় গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং ট্যাক্সি ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা মারাত্মকভাবে আটকা পড়েন। ঘণ্টাব্যাপী উদ্ধারকাজ শেষে দমকলকর্মী ও জরুরি সেবা দল তাদের বের করে আনতে সক্ষম হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়া হয়েছে।

ইউকাতানের গভর্নর জোকুইন ডিয়াজ মেনা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি বিভাগ, নিরাপত্তা কর্মকর্তারা ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সহায়তা শুরু করে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে চলন্ত অবস্থায় একটি ট্রেইলার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গাড়িকে ধাক্কা দেয়। এর পরপরই পিছন থেকে আসা একটি ট্যাক্সি ট্রেইলারের সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা গাড়ির ভেতর থেকে মানুষের আর্তনাদ শুনছিলাম। কয়েকজনকে বাঁচাতে হাত দিয়ে দরজা ভাঙার চেষ্টা করেছি।”

দুর্ঘটনার কারণে দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। কয়েক ঘণ্টা পর পুলিশ ও ট্রাফিক বিভাগ স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে সক্ষম হয়।

মেক্সিকোয় মহাসড়কে প্রায়ই বড় দুর্ঘটনার ঘটনা ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ১৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গতি, ক্লান্ত চালক এবং যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবই এসব দুর্ঘটনার প্রধান কারণ। ট্রাফিক নিরাপত্তা বিশ্লেষক হাভিয়ের গোমেজ গণমাধ্যমকে বলেন, “যতদিন ভারী যানবাহনের ওপর কঠোর নিয়ন্ত্রণ ও নিয়মিত তদারকি জোরদার না করা হবে, ততদিন এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।”

দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়ে স্থানীয় জনগণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা সরকারের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

আপনার জেলার সংবাদ পড়তে