কুষ্টিয়ার সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নে বন্যায় পদ্মা নদীর পানি কমতে থাকায় চিলমারী ইউনিয়নের পূজা নগর বিজেপি ক্যাম্প,আতারপাড়া সরকারি বিদ্যালয় সহ বেশ কিছু বাড়িঘর,ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। শুক্রবার ৪৭ বিজিবি কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার রহমান বিজিবির চিলমারীর উদয়নগর ক্যাম্প পরিদর্শন করেছেন এবং সংবাদ সম্মেলন করেছেন। গত কয়েকদিন আগে নদী ভাঙ্গনের সম্ভাবনা ও নদী ভাঙ্গন শুরু হলে উক্ত উদয়নগর ক্যাম্পটি চর চিল মারিতে স্থানান্তর করা হয়। উদয়নগর এলাকায় বিজিবির টহল অব্যাহত রয়েছে বলেও বিজিবি সুত্রে জানা গেছে। উদয়নগর ক্যাম্পটি রক্ষার্থে ইতিপূর্বে বালি ভর্তি জিও ব্যাগ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ক্যাম্প এলাকার নদীতে ফেলা হলেও শেষ রক্ষা হয়নি। বিজিবি সেক্টর কমান্ডার মাহবুব মোরশেদ রহমানের পরিদর্শন কালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান জামান, বিএনপি নেতা আবু সুফিয়ান অপু, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক আবু হাসানত মোহাম্মদ আরেফিন নদী ভাঙ্গনের খোঁজখবর নেয়া সহ সর্বতো সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী সার্বক্ষণিকভাবে পদ্মা নদীর ভাঙ্গনের খোজ খবর নিচ্ছেন বলে তিনি শুক্রবার রাতে জানান।