নেত্রকোনায় বিয়েবাড়ির স্পিডবোটডুবি: তিন শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ এক তরুণী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪২ পিএম
নেত্রকোনায় বিয়েবাড়ির স্পিডবোটডুবি: তিন শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ এক তরুণী

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার ধনু নদে বিয়েবাড়ির স্পিডবোটডুবিতে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো এক তরুণী নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

উদ্ধার হওয়া তিনজন হলো খালিয়াজুরির আন্ধাইর গ্রামের মোফায়েল মিয়ার মেয়ে ঊষামণি (৫), স্বপন মিয়ার মেয়ে লাইলা আক্তার (৭) ও সামছু মিয়ার মেয়ে সামিয়া (১১)। নিখোঁজ রয়েছেন নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ে উপলক্ষে কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে একটি স্পিডবোট ভাড়া করা হয়। মূলত বরযাত্রীদের কনের বাড়ি মৃগা গ্রামে পৌঁছে দেওয়ার জন্য স্পিডবোটটি আনা হলেও বরযাত্রীরা রওনা হওয়ার আগেই কয়েকজন শিশু ও নারী এতে করে হাওরে ঘুরতে বের হন। দুপুরে ধনু নদে স্পিডবোটটি বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেড এড়াতে গিয়ে জেলেদের নৌকার সঙ্গে ধাক্কা খায়। এতে জেলেদের জাল ছিঁড়ে যায়। এ নিয়ে জেলেরা ক্ষোভ প্রকাশ করে নৌকায় উঠে চালকের সঙ্গে হাতাহাতি শুরু করেন। একপর্যায়ে স্পিডবোটটি উল্টে যায়।

অভিযোগ রয়েছে, জেলেদের দ্বন্দ্বমূলক আচরণের কারণেই স্পিডবোটটি ডুবে যায়। এতে মোট চারজন নিখোঁজ হন এবং আরও কয়েকজন আহত হন। অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। দুর্ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা উদ্ধারকাজ শুরু করে।

খালিয়াজুরির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাদের জানিয়েছেন, ময়মনসিংহের ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দিয়েছে। ইতোমধ্যে তিনজনের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নদীতে পানির গভীরতা ও স্রোতের কারণে উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে। নিখোঁজ শিরিন আক্তারকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে