চন্দনাইশে প্রতিমা নিয়ে ব্যস্ত মৃৎ শিল্পীরা, চলছে রং তুলির কাজ

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১৯ পিএম
চন্দনাইশে প্রতিমা নিয়ে ব্যস্ত মৃৎ শিল্পীরা, চলছে রং তুলির কাজ

চট্টগ্রামের চন্দনাইশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজার প্রতিমা তৈরী নিয়ে ব্যসত এখন মৃৎ শিল্পীরা। যতই সময় ঘনিয়ে আসছে ততই ব্যস্তার কারণে কথা বলার যেন কোন সুযোগ নেই তাদের। হিন্দু শাস্ত্র বা পঞ্জিকা মতে আগামী ২৭ সেপ্টেম্বর ষষ্টীপূজার মাধ্যমে অনুষ্ঠিত হবে শারদিয়া দূর্গাপূজা। চন্দনাইশ উপজেলায় এবার ৯৩টি মন্ডপে শারদিয়া দূর্গাপূজা উৎসব পালিত হবে। ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। এখন কেবল চলছে রং তুলির কাজ। এ বছর দূর্গাদেবী হাতিতে করে পৃথিবী বা মর্তৃকায় আসবেন এবং বিদায় নিবেন ঘোড়ায় ছড়ে বলে জানান পন্ডিত বাবুল মহাজন ও দেবাশীষ ভট্রাচার্য্য। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ এ দুই কমিটির চন্দনাইশ শাখার আহবায়ক বাবু উৎপল রক্ষিত ও অরুপ কান্তি চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে আগামী ২১তারিখ মহালয়ার আগে বিভিন্ন মন্ডপে প্রতিমার কাজ শেষ করে মানুষ যাতে শান্তি শৃঙ্খলার মধ্যে দূর্গাদেবীর পূজা করতে পারে সেই ব্যবস্থা গ্রহন করা হবে। চন্দনাইশ থানার ইনচার্জ গোলাম সারোয়ার প্রতিটি মন্ডপে নিরাপত্তার জন্য সেচ্ছাসেবকের পাশাপাশি  আনসার এবং পুলিশ সদস্য ছাড়া চন্দনাইশে অবস্থানরত সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে