তানোরে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর

এফএনএস (তানোর, রাজশাহী) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২:২২ এএম
তানোরে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর

রাজশাহীর তানোর উপজেলায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে তিন ছেলে পুত্রবধূসহ তাদের লোকজন মিলে মারপিট করে আহত করছে।

পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে আহত বৃদ্ধ বাবা-মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে তানোর উপজেলার রায়তান বড়শো গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কুরমান আলী (৮০), স্ত্রী সুফিয়া বেগম (৭০)।

এ বিষয়ে তিন ছেলে পুত্রবধূসহ পাঁচজনের বিরুদ্ধে তানোর থানা ও সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মোহনপুর ক্যাম্পে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি লিখে না দেওয়ায় তিন ছেলে উম্মর আলী (৫০) আনারুল ইসলাম (৪৫),জামিরুল ইসলাম (৩৭) স্ত্রী মাহাফুজা বেগম (৩৫) মিলে বৃদ্ধ বাবা-মাকে প্রতিনিয়ত বিভিন্নভাবে অত্যচার করে আসছিল। বুধবার দুপুর ২ টার সময় কোন কারণ ছাড়াই ছেলে জামিরুল ইসলাম ও তার স্ত্রী মাহাফুজা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাতের থালি ফেলে দিয়ে ছেলে, পুত্রবধূসহ তাদের লোক সোহেল রানা মিলে বেদম মারপিট করে আহত অবস্থায় বাড়িতে আটকে রাখে। রাত ৯ টার পর  তানোর থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি জানার পরেই স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।  তিন ছেলে ও পুত্রবধূসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে