বিআরটিসির অনুমোদনহীন কাউন্টার ও রুট পারমিটবিহীন যানবাহন চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন আন্তঃজেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় আগামী ৬ অক্টোবর ভোর থেকে ধর্মঘট শুরু হবে। এর আগে ৫ অক্টোবরের মধ্যে দাবি মেনে না নিলে এ ধর্মঘট কার্যকর হবে।
সমিতির পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন ধরে সরকারের অনুমোদন ছাড়াই কিছু গাড়ি বিআরটিসি নাম ব্যবহার করে মহাসড়কে চলাচল করছে। তারা যেখানে খুশি সেখানে কাউন্টার বসাচ্ছে, যা মূলত স্থানীয় ডিপো ম্যানেজারদের সঙ্গে অনৈতিক যোগসাজশের ফল। এর কারণে পরিবহন মালিক ও শ্রমিকরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
এ ছাড়া বিভিন্ন মহাসড়কে অনুমোদনবিহীন ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন বেপরোয়াভাবে যাত্রী বহন করছে। এসব গাড়ির চালকদের লাইসেন্স নেই, অভিজ্ঞতাও নেই, তারা কোনো ধরনের করও দেয় না। এতে সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। দ্রুত এসব অবৈধ যানবাহনের চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন নেতারা।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ৩ সেপ্টেম্বর দাবিগুলো লিখিতভাবে জেলা প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই দাবি আদায়ে তারা ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন।
এ সময় বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আন নোমান, অর্থ সম্পাদক মীনা মতিউর রহমান, লাইন সম্পাদক সরদার জসীমসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।