সেনবাগে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন প্রবাসী মহি উদ্দিন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৩ পিএম
সেনবাগে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন প্রবাসী মহি উদ্দিন

নোয়াখালীর সেনবাগে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মহি উদ্দিন। গত ২৩ আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে যান সেনবাগ ছাতারপাইয়ার আবুল ফয়েজ। হঠাৎ করেই পরিবারের বটবৃক্ষকে হারিয়ে ভেঙ্গে পড়েন তার স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে।

 একদিকে শোক, অন্যদিকে সংসারের নিত্য প্রয়োজনীয় চাহিদা সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েন অসহায় বিধবা স্ত্রী। এমন কঠিন মুহূর্তে পাশে দাঁড়ালেন প্রবাসী কল্যান সংস্থার প্রতিষ্ঠা পরিচালম সৌদি প্রবাসী মহি উদ্দিন। তিনি নিজস্ব উদ্যোগে পরিবারটির জন্য এক মাসের পূর্ণ বাজারের ব্যবস্থা করেন। চাল, ডাল, তেলসহ পরিবারের প্রয়োজনীয় সব নিত্যপণ্য তুলে দেন তাদের হাতে।

 মহি উদ্দিন বলেন, “আমার ব্যক্তিগত অর্থ থেকে অসহায় মা-বোনদের পাশে থাকার চেষ্টা করি। এই ধারা নিয়মিত অব্যাহত থাকবে।” তার এই উদ্যোগে আনন্দিত পরিবারটির সদস্যরা জানান, এমন সময়ে এ সহায়তা তাদের অনেকটা স্বস্তি দিয়েছে। শুধু খাদ্য নয়, মানসিকভাবেও তারা পেয়েছেন ভরসা। 

মহি উদ্দিনের এ উদ্যোগ সেনবাগে ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, প্রবাসীদের এ ধরণের মানবিক কার্যক্রম সমাজে অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আপনার জেলার সংবাদ পড়তে