কুষ্টিয়ায় ২য় বারের মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন জিয়াউর রহমান

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১২ পিএম
কুষ্টিয়ায় ২য় বারের মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন জিয়াউর রহমান

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ১০২ নং তালবাড়িয়া কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ এ দৌলতপুর উপজেলায় ও কুষ্টিয়া জেলায় ২য় বারের মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন । দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস রোববার বিকেলে ৩৮.১.৫০০০.২০১.০৬.০০৩.১৮.-১৫১৪ নং স্বারক এ তথ্য নিশ্চিত করেছেন। এই গুনি প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফ পুর গ্রামের মোঃ আবুল হোসেন ও মনোয়ারা খাতুনের ছেলে। বড় বোন রানী খাতুন গৃহিণী । তার স্ত্রী মোঃ সায়মান সাদিয়া একই স্কুলে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন শেষে মোঃ জিয়াউর রহমান ২০১৩ সালে প্রধান শিক্ষক পদে দৌলতপুর উপজেলার জে-পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি ২০১৪ সাল থেকে অদ্যাবধি তালবাড়িয়া কালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে কর্মরত। এই গুনি শিক্ষক তালবাড়িয়া কালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে এই অজোপাড়া গ্রামের এই প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতিবছর একাধিক শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে সাধারণ গ্রেডে ও ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করে থাকেন। তালবাড়িয়া কালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২০১৯ সালে তালবাড়িয়া কালিদাস পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দৌলতপুর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হন এবং উপজেলা পর্যায়ে সেরা পদক পাওয়ার গৌরব অর্জন করেন। ২০২৪ সালে ও ২০২৫ সালে এই গুনি শিক্ষক মোঃ জিয়াউর রহমান জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এ দৌলতপুর ও কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এর গৌরব অর্জন করেন। দাম্পত্য জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। গুনি শিক্ষক মোঃ জিয়াউর রহমান যেন বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্য অর্জন করতে পারে সেজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।

আপনার জেলার সংবাদ পড়তে