আমার বাবা-মা খুব স্ট্রিক্ট : তৃপ্তি দিমরি

এফএনএস বিনোদন | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৭ পিএম
আমার বাবা-মা খুব স্ট্রিক্ট : তৃপ্তি দিমরি

ভারতীয় চলচ্চিত্রের লাস্যময়ী অভিনেত্রী তৃপ্তি দিমরি নিজের ব্যক্তিজীবনের মজার এক দিক তুলে ধরলেন। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়ে তিনি জানান, তার বাবা-মা অত্যন্ত নিয়মকানুন মেনে চলা মানুষ। অভিনেত্রীর ভাষায়, “আমার বাবা-মা খুব স্ট্রিক্ট। তাদের কথা ছিল, ‘লেখাপড়া করো, চাকরি করো, বিয়ে করো এবং শেষ।’ এটাই গোল। এর বাইরে আর কিছুই নেই।” তবে অভিনয়ের জগতে নাম কামানোর পরও বাবা-মায়ের নজরদারি থেকে তিনি রেহাই পান না। হাস্যরসের সঙ্গে তিনি বলেন, ‘আমার বাবা-মায়ের গুগলে আমার নাম সব সময় থাকে। তারা প্রতিদিন সার্চ করে আমার নামে যত আপডেট আসে সবই দেখে। তাদের থেকে লুকানো সম্ভব না।’ বর্তমানে বলিউডে সবচেয়ে আলোচিত তরুণ নায়িকাদের একজন তৃপ্তি দিমরি। কাজের ব্যস্ততার ফাঁকেও বাবা-মায়ের এমন নজরদারিকে তিনি মেনে নিয়েছেন বেশ হাসি-ঠাট্টার ভঙ্গিতে।