আশাশুনির চেউটিয়ায় ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ পিএম
আশাশুনির চেউটিয়ায় ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল

আশাশুনি উপজেলার চেউটিয়ায় ৮ দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্ট এর প্রথম সেমি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চেউটিয়া অগ্রণী ক্লাবের আয়োজনে শনিবার বিকালে চেউটিয়া আবু জাফর সিদ্দিক দাখিল মাদ্রাসা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। 

খেলায় কপিলমুনি ফুটবল একাদশ ও বড়দল ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় কপিলমুনি দল ৩-০ গোলের ব্যবধানে বড়দল দলকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ যোগাযোগ সম্পাদক এবং সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী গাজী আমিনুর রহমান মিনু। আনুলিয়া ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি রজব আলী সানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর উত্তর আদাবর থানার দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন বিএনপির সাবেক সহ সম্পাদক সাদেক হোসেন। রেফারীর দায়িত্ব পালন নাসির উদ্দীন, সহকারী রেফারী ছিলেন, ইদ্রিস মোড়ল ও ইনজামুল হক।

আপনার জেলার সংবাদ পড়তে