দিনাজপুরের কাহারোল উপজেলায় চলছে আগাম জাতের সবজি চাষ। কিছুটা এবার বৃষ্টির প্রভাব রয়েছে বেশী। তাই এবার আগাম জাতের শীতকালিন খরিপ-২ মৌসুমের ফসল কিছুটা চাষে ব্যাহত হচ্ছে। তরপরও উঁচু জমিতে আগাম জাতের শীতকালিন সবজি চাষ করছেন কৃষক। অল্প সময়ের মধ্যে কম খরচে ফুলকপি, বাধা কপি, বেগুন, টমেটো, সীম, মূলা, পালংশাকসহ বিভিন্ন জাতের সবজি চাষ করে লাভবান হওয়ার আশায় জমিতে সময় পার করছেন চাষীরা। গতকাল উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে এখন শোভা পাচ্ছে মাঠে ফুলকপি, বাধাকপি, সীম, বেগুন মুলাসহ বিভিন্ন সবজির চাষাবাদ। সকাল থেকে সবজি চাষীরা জমিতে কেউ নিড়ানি দিচ্ছেন কেউ আবার কীটনাশক ছিটাচ্ছেন আবার কেউ ক্ষেত থেকে সবজি তুলে বাজারে নিয়ে যাচ্ছেন। অনেক চাষী আবার আগাম জাতের সবজির চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন। কৃষকেরা বলছেন, আবহাওয়া কিছুটা বৈরী হওয়ায় এবার আগাম শীতকালিন সবজি চাষে কিছুটা বেগ পেতে হচ্ছে। তারপরও অল্প সময়ে শীতকালিন সবজি চাষ করে লাভের আশা করছেন। প্রতি বিঘায় সবজি উৎপাদনে যে খরচ হচ্ছে মাঠ থেকেই তার প্রায়ই দেড় থেকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। আর স্বল্প সময়ে বাজারজাত করা যায় বলে এসব সবজির চাষে ঝুকেছেন তারা। তারগাঁও ইউনিয়নে পাহাড়পুর গ্রামের কৃষক বাবুল বলেন, আগাম জাতের সবজি আবাদ করে লাভের মুখ দেখা যাচ্ছে। তিনি বলেন, বাজারে প্রতিটি সবজির ব্যাপক চাহিদার সাথে দামও ভালো পাওয়া যায়। অপর চাষী সুলতান বলেন, আগাম জাতের সবজি উৎপাদন করা খুব কষ্টকর, ঝুঁকি নিয়ে আগাম জাতের সবজি আবাদ করতে হয়। চামদুয়ারি গ্রামের কৃষক আলম জানান, আগাম জাতের শীতকালিন সবজি চাষে লাভ বেশী হওয়ায় জমিতে বেশী সময় ব্যয় করছি। তিনি বলেন, ব্যবসায়ীরা জমি থেকে সবজি কিনে নিয়ে যায় বিভিন্ন মোকামে বিক্রি করার জন্য।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি খরিপ-২ মৌসুমে আগাম শীতকালিন সবজি চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫৫ হেক্টর, গতকাল পর্যন্ত সবজি চাষ করা হয়েছে ১৫৮ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে বলে কৃষি বিভাগ নিশ্চিত করেন।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা বলেন, খরিপ-২ সবজি চাষে কিছুটা বিঘ্ন ঘটলেও তা উৎপাদনের লক্ষ্য মাত্রায় কোন প্রভাব ফেলবে না। তিনি আরও বলেন, আগাম জাতের সবজি চাষে দেশ একদিকে যেমন সবজিতে স্বয়ংসম্পূর্ন হচ্ছে অন্যদিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে কৃষকেরা। তাই এর উৎপাদন আরো বাড়াতে কাজ করছে কাহারোল উপজেলা কৃষিবিভাগ।