সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা লালচন্দ্রপুর গ্রামে ৩ বিঘা জমির কুল গাছ কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা। জানা গেছে পাটকেলঘাটা থানা সদরের প্রায় আধা কিলোমিটার দুরে অবস্থিত রাস্তার পাশে কুল বাগানের দুইশতাধিক গাছ কেটে দিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। পাটকেলঘাটা থানার
সরুলিয়া ইউনিয়নের জুজখোলা গ্রামের আব্দুস সবুর ৩ বিঘা জমি হারি নিয়ে কুলচাষ করেছে। অধিকাংশ গাছে ফুল এসেছে। এ দিকে রোববার রাতের আধারে কোন এক সময় দূর্বৃত্তরা শত্রুতাবশত কে বা কারা ৩ বিঘা জমির প্রায় দুুইশতাধিক গাছ কেটে দিয়েছে। সোমবার সকালে এসে তিনি দেখতে পান তার জমির কুল গাছ কাটা। আব্দুস সবুর জানান আমি সবকিছু শেষ করে ৩ বিঘা জমি হারী নিয়ে কুলচাষ করেছি। সব গাছে ফুল এসেছে অল্পদিনের মধ্যেই গাছে ফল আসবে। কিন্তু গতকাল রাতে সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হয়েছে । এ বিষযে ক্ষতিগ্রস্থ কৃষক সবুর জানান বিভিন্ন সমিতি থেকে ঋন নিয়ে এই জমিতে কুল চাষ করেছি। যা বিক্রয় করে আমি সমিতির কিস্তি দিব আর সংসারের হাল ধরে রাখবো। কিন্তি গতকাল রাতেই সেই স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে গেছে। এ বিষয়ে কৃষক আব্দুস সবুর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদরানা জানান বিষয়টি শুনেছি কিন্তু এধরনের অপরাধ ক্ষমার যোগ্য নয়।