কাহারোলে নতুন উদ্যমে বোরো আবাদের প্রস্তুতি

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৪, ০১:০৬ এএম
কাহারোলে নতুন উদ্যমে বোরো আবাদের প্রস্তুতি

দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে এবার আমন ধানের ফলন ভালো ও দাম ভালো পেয়ে নতুন উদ্যমে বোরো আবাদের প্রস্তুুতি শুরু করেছে ধানের উপজেলা কাহারোলের কৃষকেরা।কাহারোলের কৃষকেরা ইতোমধ্যে শুরু করছে বীজতলার তৈরির কাজ। আবহাওয়া অনুকূলে থাকায় আমনের মতো বোরো ধানেও ভালো ফলনের আশা করছেন কৃষি বিভাগ। 

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ জানান, আসন্ন বোরো মৌসুমে এই উপজেলায় ৫ হাজার ৫শত ৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্য মাত্রা নিধার্রণ করা হয়েছে। এই জন্য বীজতলা ধরা হয়েছে ২ শত ৭৮ হেক্টর জমিতে। তিনি বলেন, ইতিমধ্যে কৃষকেরা প্রায় ২ সপ্তাহ পূর্ব হতে বীজতলা তৈরির কাজ শুরু করেছে। গতকাল বুধবার পর্যন্ত ২ শত ৪০ হেক্টর জমিতে বীজতলা তৈরির জন্য বীজ বপন করেছেন।  কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ আরোও বলেন, বর্তমানে ভালো আবহাওয়া বিরাজ করছে তাই বীজতলা তৈরির জন্য অনুকূল। এই আবহাওয়া বিরাজ করলেও কৃষকেরা ভালোভাবেই বীজতলা তৈরি করতে পারবেন। আর এমন আবহাওয়া বোরো চাষের জন্য বেশ উপযোগী । সেই ক্ষেত্রে আমন ধানের বোরো ধানেও ভালো ফলনের আশা করছেন তিনি।এদিকে গতকাল বৃহস্পতিবার কাহারোল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে আমন ধান কাটা-মাড়াইয়ের পর বোরো আবাদের প্রস্তুুতি হিসেবে বীজতলার তৈরির কাজে ব্যস্ত রয়েছেন কৃষকেরা। উপজেলার ঈশানপুর গ্রামের মোঃ শামসুল ইসলাম জানান, আমন ধান আবাদ করে ভালো ফলন ও ভালো দাম পাওয়া গেছে এতে বেশ লাভ হয়েছেন কৃষক। এ অবস্থায় চললে কৃষি কাজ করে লোকসান গুনতে হবে না আমাদের মতো কৃষকদের। বোরো ধানেও অধিক ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ার আশা করছেন কৃষক। উপজেলার মুকুন্দপুর গ্রামের কৃষক মোঃ হবিবর রহমান জানান, গত বছরের তুলনায় এবার আমন ধানের ফলন ভালো ও দাম ভালো পেয়ে খুশি কৃষকেরা। একই গ্রামের কৃষক মতিয়ার বলেন আগে বীজ বপন করলে বীজের চারা বেশি গজায় রোগ বালাইহীন ভাবে চারা বেড়ে ওঠে এতে বীজের অপচয় কম হয় এবং অল্প বীজে অধিক জমিতে চারা লাগানোর সম্ভব হয়। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ খুর্শিদ হাসান বলেন, বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বীজ বিতরণ করা হয়েছে। বরাদ্দকৃত বীজের মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল ৮৯,৯২ ও ১০২ ও বিভিন্ন রকমের হাইব্রিড ধানের বীজ।   

আপনার জেলার সংবাদ পড়তে