গাবতলীতে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) :
| আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৬ পিএম | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৬ পিএম
গাবতলীতে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বগুড়া জেলার গাবতলী উপজেলায় ইছামতী নদীতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৭৫), তিনি মৃত ইজ্জাতুল্লাহ সরকারের ছেলে এবং কুটামহীন (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন সকালবেলা নিজের জমির ঘাস কাটার উদ্দেশ্যে দশমাইল লয়াদহ ইছামতী নদী সাতরে পার হচ্ছিলেন। এ সময় টানা বৃষ্টির কারণে নদীর পানি বৃদ্ধি পায় এবং সামান্য স্রোতে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

ঘটনাটি প্রথমে প্রত্যক্ষ করেন স্থানীয় মো: আশাদুল (৪৫), তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানালে খবর দেওয়া হয় বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ও গাবতলী ফায়ার সার্ভিসে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস টিম। তারা ভিকটিমের মরদেহ উদ্ধারের জন্য তল্লাশি শুরু করে। এদিকে রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দলও এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই (নিঃ) আব্দুল্লাহ আল সাদিক জানান, তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তিনি আরও জানান, এলাকাজুড়ে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।