চাটমোহর মহিলা ডিগ্রী কলেজে বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এইচএসসি ১ম বর্ষের ছাত্রীদের বরণ অনুষ্ঠান ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জুর সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন,জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও পাবনা-৩ আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাসাদুল ইসলাম হীরা,সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার,ঢাকা দক্ষিণ বিএনপি’র সদস্য এ্যাড,আরিফা সুলতানা রুমা,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসানুজ্জামান সবুজ প্রমুখ। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক,কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও সুধিজন উপস্থিত ছিলেন।
এদিকে চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই-এ নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। এছাড়া প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী কলেজ,মির্জাপুর ডিগ্রী কলেজ,ছাইকোলা ডিগ্রী কলেজ,বিলচলন আদর্শ কলেজ,হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়।