পাবনার চাটমোহর থেকে প্রকাশিত দৈনিক আমাদের বড়ালের উপদেষ্টা সম্পাদক,চাটমোহর পৌর সদরের বড় শালিখা মহল্লার মরহুম আফতাব উদ্দিন সরকারের ছেলে ছোট শালখা মহল্লার বাসিন্দা সামাজিক সংগঠণ গণছায়ার প্রতিষ্ঠাতা সভাপতি,সাংবাদিক এস এম রেজাউল করিম পাশা ওরফে রাজু (৫৮) আর নেই। তিনি সোমবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে স্ট্রোকজনিক কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন))। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার নামাজে জানাজা শেষে বৃ-গুয়াখড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক এস এম পাশার ছেলে জুলাই যোদ্ধা ছিলেন। তিনি জুলাই আন্দোলনে শহীদ হন।
এদিকে সাংবাদিক রেজাউল করিম পাশার মৃত্যুতে চাটমোহরের সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন,শিক্ষক ও সাংবাদিক এম এ জিন্নাহ,সাংবাদিক শামীম হাসান মিলনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।