দৌলতপুর অটিজম বিদ্যালয়ে শিল্পপতি নাসির উদ্দিনের স্বরণে দোয়া

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৩ পিএম
দৌলতপুর অটিজম বিদ্যালয়ে শিল্পপতি নাসির উদ্দিনের স্বরণে দোয়া

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা অটিজম ও প্রতিবন্দ্ধি বিদ্যালয়ে দেশ বরেণ্য শিল্পপতি, নাসির গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও শিক্ষানুরাগী নাসির উদ্দিন বিশ্বাস এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার দুপুরে উপজেলার সোনাইকুন্ডিস্থ দৌলতপুর অটিজম ও প্রতিবন্দ্ধি বিদ্যালয়ের আয়োজনে শিক্ষকমন্ডলী, অভিবাবক ও ছাত্র/ছাত্রীরা এ দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া পরিচালনা করেন, দৌলতপুর কওমী মাদ্রাসার শিক্ষক ক্বারী মোঃ তরিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, দৌলতপুর অটিজম ও প্রতিবন্দ্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজনুল কবীর পান্না, সাংবাদিক সাইফুল ইসলাম শাহিন প্রমুখ।

শেষে প্রায় ৪ শতাধিক প্রতিবন্দ্ধি ছাত্র/ছাত্রী, অভিবাবক ও স্থানীয়দের মধ্যে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর ছিল নাসির গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও শিক্ষানুরাগী নাসির উদ্দিন বিশ্বাস এর ৩য় মৃত্যু বার্ষিকী।

আপনার জেলার সংবাদ পড়তে