সৈয়দপুরে জামায়াতের বিশাল শোডাউন ভোট চাইলেন দাঁড়িপাল্লায়

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২০ পিএম
সৈয়দপুরে জামায়াতের বিশাল শোডাউন ভোট চাইলেন দাঁড়িপাল্লায়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নীলফামারীর সৈয়দপুরে জামায়াতের ইসলামীর প্রচার প্রচারণা ও সভা, সমাবেশ অব্যাহত রেখেছে দলটি। প্রতিদিন উপজেলার কোথাও না কোথাও সভা সমাবেশ করে যাচ্ছে দলটির মনোনীত প্রার্থী।

তারই অংশ হিসেবে ১৫ সেপ্টেম্বর সৈয়দপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশ এক বিশাল শোডাউন করে শহরে। ওই শোডাউন থেকে আগামির নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট চাওয়া হয়।

সম্প্রতি নীলফামারী জেলা জামায়াতের আমীর সৈয়দপুরে এক সভার মাধ্যমে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। 

আগামি জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী - ৪, সৈয়দপুর - কিশোরগঞ্জ আসনে সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মুনতাকিম। 

সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ শফিকুল ইসলাম ও সৈয়দপুর পৌরসভা নির্বাচনে  উপজেলা জামায়াতের সেক্রেটারী সরফুদ্দিন খান এর নাম ঘোষণা করেন।

বিশাল ওই শোডাউনে জামায়াতে ইসলামীর  বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় সাংসদ প্রার্থী মাওলানা আব্দুল মুনতাকিম বলেন,আমরা একটি সুন্দর দেশ গঠন করতে চাই। যেখানে থাকবে না কোন চাঁদাবাজ,লুটতরাজ, ধান্ধাবাজ, জুলুমবাজ। আর এজন্য আপনাদের সকলের সহযোগিতা খুবই প্রয়োজন। আশা করবো আগামির নির্বাচনে আপনারা জামায়াতের

দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের পাশে থাকবেন। তিনি বলেন,জামায়াতে ইসলামি চাঁদাবাজি করে না। অন্যায় অবিচার করে না। আমরা শান্তি চাই। দেশের সকল মানুষ শান্তিতে থাকবে এটাই আমাদের চাওয়া।

তিনি আরো বলেন,এমপি পদে আমি মুনতাকিম,উপজেলা চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম ও পৌরসভা মেয়র পদে সরফুদ্দীন খানকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের সহযোগিতা করবেন। বিজয়ী হলে কথা দিচ্ছি আপনাদের সেবায় সব সময় নিজেকে বিলিয়ে দেয়ার চেষ্টা করবো।

আপনার জেলার সংবাদ পড়তে