“এসো শিক্ষার্থী জ্ঞান চর্চায় ভাঙি মগজের কারফিউ”এই শ্লোগানকে সামনে রেখে পাবনার সাঁথিয়ার জোড়গাছা ডিগ্রি কলেজে সাংস্কৃতিক কমিটির আয়োজনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন-বরণ সোমবার(১৫সেপ্টেম্বর)কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের সাংস্কৃতিক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক আনিসুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক রাশেদ সালাহ্ উদ্দিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক মিজানুর রহমান।আরো বক্তব্য দেন,কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আতাউর রহমান মন্টু,সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাস,সহকারী অধ্যাপক আব্দুল হাই,সহকারী অধ্যাপক আলেয়া খাতুন,শিক্ষক প্রতিনিধি জ্যেষ্ঠ প্রভাষক আবুল কালাম আজাদ,জ্যেষ্ঠ প্রভাষক আবুল বাশার,জ্যেষ্ঠ প্রভাষক শামীম আরা শিখা,শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস,সম্রাট হোসেন,যুথি খাতুন,সুজন হোসেন ও রোজিনা খাতুন প্রমুখ।অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।