ময়মনসিংহের ভালুকা বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মো. আশিক মির্জা (২৬) নামের এক চা দোকানদারের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা গ্রামে ওই ঘটনাটি ঘটে।
থানা ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেমবর) সকালে ঝালপাজা গ্রামের মো. তাজ উদ্দিন মির্জার ছেলে আশিক মির্জা নিজ বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া সময় লিকেজ তারে বিদ্যুৎষ্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্থান্তর করেছে।