যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৃহস্পতিবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে সরকারের প্রচেষ্টাকে নস্যাৎ করার ষড়যন্ত্রে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। “ষড়যন্ত্রকারীরা বসে নেই। যারা আমাদের ব্যর্থ প্রমাণের ষড়যন্ত্রে জড়িত পাওয়া যাবে তাদের রেহাই দেওয়া হবে না,” সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে আসিফ বলেন।
অগ্নিকাণ্ডের ঘটনার পর উত্তরের জেলাগুলোতে তার নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে বৃহস্পতিবার ভোরে ঢাকায় ফিরেছেন তিনি।
অগ্নিকাণ্ডের বিষয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দুর্নীতি ও তহবিলের অপব্যবহারের অভিযোগ নিয়ে মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি বলেন, কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি বলেও জানান তিনি।