রাজবাড়ীর বালিয়াকান্দিতে ‘এসো অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করি’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বালিয়াকান্দি উপজেলা শাখার ত্রি-বাষিক কমিটি-২০২৫ গঠন করা হয়েছে।
এতে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খোন্দকার মনির আজম মুন্নুকে সভাপতি এবং আমতলা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলীমকে সাধারণ সম্পাদক হিসেবে সর্ব সম্মতিক্রমে নির্বাচিত করা হয়। এছাড়াও বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান মোল্লাকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারি সমিতির নিজ কার্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ শেষে এই কমিটি ঘোষণা করেন সমিতির নেতৃবৃন্দ।
বাংলাদেশ শিক্ষক সমিতির বালিয়াকান্দি উপজেলা শাখার আহবায়ক খোন্দকার মনির আজম মুন্নুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ইমরুল কবীর জিহাদ। প্রধান বক্তা ছিলেন শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার আহবায়ক গাজী আহসান হাবিব।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার যুগ্ন আহবায়ক আব্দুল মজিদ বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো: জাহাঙ্গীর আলম শেখ।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারি সমিতির সভাপতি আলীমুজ্জামান, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা, প্রধান শিক্ষক আব্দুস সালাম মঞ্জু, আব্দুর রাজ্জাক, নাজমুল হাসান, আব্দুল হাকিম, মইনুল ইসলাম বকুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দ।
পরবর্তী আগামি ৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে তা জেলা কমিটির নিকট প্রেরণ করার জন্যও নির্দেশ প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ।