বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র টিকিয়ে রাখতে জনগণের অংশগ্রহণকে অপরিহার্য শর্ত হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, জনসমর্থন ছাড়া কোনো উদ্যোগ নিলে তা গণতন্ত্র ব্যাহত করবে এবং রাজনৈতিক প্রক্রিয়া সফল হতে পারবে না।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে দুটি পৃথক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উত্তরায় বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সভায় তিনি উল্লেখ করেন, প্রতিটি রাজনৈতিক দলকেই জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিতে হবে। জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতেই কার্যক্রম পরিচালনা করতে হবে, অন্যথায় গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকবে না।
তিনি বলেন, “রাজপথের পর্ব শেষ হয়েছে, এখন জনগণের কাছে মালিকানা ফেরানোর সময়। গণতন্ত্র মানে জনগণের কাছে জবাবদিহি থাকা। তাই জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া টিকতে পারে না।”
আমীর খসরু নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বলেন, বিভেদ থাকলে তা সংবিধানের প্রতি অসম্মান প্রদর্শন হবে। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, তবে সেটি যেন জাতীয় ঐক্য ও সংবিধানকে আঘাত না করে।
প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আগামীর বাংলাদেশে তাদের সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য বিএনপি কাজ করবে। এজন্য আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ জরুরি। তিনি মনে করেন, যার যেখানে বিনিয়োগ প্রয়োজন সরকারকে তা নিশ্চিত করতে হবে, কারণ এটি শুধু মানবিক দায় নয়, জাতীয় উন্নয়নের জন্যও অপরিহার্য।