জুলাই বিপ্লবের গ্রাফিতি নষ্ট করে দলীয় স্লোগান অঙ্কন

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৪, ০১:৩৮ এএম
জুলাই বিপ্লবের গ্রাফিতি নষ্ট করে দলীয় স্লোগান অঙ্কন

শেরপুরের নালিতাবাড়ি পৌরশহরের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের আঁকা জুলাই বিপ্লবের গ্রাফিতি নষ্ট করে তাতে সদ্য বাদ দেওয়া ‘জয় বাংলা’ ও দলীয় ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখার অভিযোগ উঠেছে । এতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ পুরো উপজেলায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট সরকার পতনের পর নানা আন্দোলনের চিত্র দেশের বিভিন্ন স্থাপনার দেয়ালে ফুটে ওঠে। শিক্ষার্থীদের হাতে আঁকা এসব গ্রাফিতিতে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বিভিন্ন বার্তা উঠে আসে। গত ২৪ ডিসেম্বর সকালে স্থানীয়রা দেখতে পান, নালিতাবাড়ি পৌরশহরের থানা সংলগ্ন দেয়ালসহ বিভিন্ন স্থানে আঁকা গ্রাফিতিগুলো নষ্ট করে তার ওপর ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখা হয়েছে।

এ প্রসঙ্গে গ্রাফিতি অঙ্কনে মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘রাতের আঁধারে কোন অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করে দিয়েছে। ‘জয় বাংলা’ স্লোগান হাইকোর্ট নিষিদ্ধ বা স্থগিত করেছেন, এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করলো।’

স্থানীয় হাসান তৌফিক তূর্য বলেন, ‘তারা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ না লিখে অন্য কোথাও লিখতে পারতো। তারা কেন আমাদের চেতনার ওপর আঘাত করেছে। যারা এই কাজ করেছে তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না, এটা তারই প্রমাণ।’

এ বিষয়ে শেরপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। পরবর্তীতে এ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে খুঁজছে। এ ব্যাপারে আমরা সবাই বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবো।’

নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি আমরা অবগত হয়েছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার জেলার সংবাদ পড়তে