কালীগঞ্জে আন্তঃজেলা মোটর সাইকেল চোর গ্রেফতার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৩ পিএম
কালীগঞ্জে আন্তঃজেলা মোটর সাইকেল চোর গ্রেফতার

ঝিনাইদহ কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের অন্যতম হোতা রতন মিয়া(৩৪)কে গ্রেফতার করেছে।সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার আলাইপুর গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলামের নির্দেশনায় ও এএসআই রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রতন মিয়া জিআর মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪ টার দিকে আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের অন্যতম হোতা রতন মিয়াকে গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম  জানান, সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার নামে কালীগঞ্জসহ বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। সে ১টি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে