টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভা সোমবার বেলা ১১টায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ইউএনও তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেসমিন আরা। বিষয়বস্তু উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডাঃ নাজমুর রহমান সজীব। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মৃন্ময় পালের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ শাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, সহকারী শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান প্রমুখ। সভায় ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে টাইফয়েড টিকাদানের আওতায় আনার বিষয়টি গুরুত্বারোপ করা হয়।