বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে নবীন বরণ অনুষ্ঠান

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২১ পিএম
বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে নবীন বরণ অনুষ্ঠান

আশাশুনি উপজেলার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ হল রুমে অনুষ্ঠানের শুরুতে নতুনদের ফুলদিয়ে বরণ করে নেন শিক্ষকবৃন্দ।

অধ্যক্ষ মোহিত কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী, আশাশুনি প্রেসক্লাবের সেক্রেটারি এসকে হাসান, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আনারুল ইসলাম (আশাশুনি উপজেলা ব্যবসায়ী অ্যাসোসিয়েশন সভাপতি), আশাশুনি প্রেসক্লাবের সদস্য  বাবুল হোসেন, ইয়াসিন আরাফাত (পিন্টু) প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে