আশাশুনি উপজেলার নওয়াপাড়া ঢালী বাড়ি জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে। মসজিদ কমিটির সভাপতি হাফেজ মোঃ আছাফুর রহমানের সঞ্চালনায় ও মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ফুরফুরা দরবার শরীফের খাদেম মাওঃ মনিরুজ্জামান হেলালি। অনুষ্ঠানে মাওঃ আব্দুস সাত্তার, মাওঃ মোঃ আইয়ুব আলী, মাওঃ জিয়াউল ইসলাম, হাফেজ ফজলুর রহমান, মাওঃ রবিউল ইসলাম, ক্বারী সৈয়দ আলী, আব্দুল আনিস প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা জামায়াতের শুরা ও কমপরিষদ সদস্য সাতক্ষীরা জজ কোটের এপিপি এড. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বুধহাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আব্দুল ওয়াদুদ।