বুধহাটার নওয়াপাড়া ওয়ার্ড জামায়াতেরর কর্মীসভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২২ পিএম
বুধহাটার নওয়াপাড়া ওয়ার্ড জামায়াতেরর কর্মীসভা

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ৪ নং নওয়াপাড়া ওয়ার্ডের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ওয়ার্ড সভাপতি হাফেজ মো: আছাফুর রহমানের সভাপতিত্বে ও মাওঃ জিয়াউল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ান আমির মাওঃ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম। অন্যদের মধ্যে মাওঃ আসলাম হোসাইন, খালিদ হোসেন, হাফেজ ফজলুর রহমান, বারিকুল ইসলাম, শরিফুল ইসলাম বাবু  যুব বিভাগের নওয়াপাড়া ওয়ার্ড সভাপতি মাকফুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের ওয়ার্ড সেক্রেটারি শাওন হোসেন প্রমুখ আলোচনা রাখেন। অনুষ্ঠানে জামায়াতের যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, উলামা বিভাগ ও ছাত্রশিবিরের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।