সন্তোষ স্বরকে আহবায়ক এবং সন্তোষ রায়কে সদস্য সচিব করে ৫১ সদস্যের মণিরামপুর উপজেলা পূজা উদযাপ ফ্রন্ট-এর কমিটি গঠন করা হয়েছে। রোববার কেন্দ্রীয় পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্না রায় দাস এবং সাধারণ সম্পাদক সমীর কুমার বসু স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে হরিচাঁদ মল্লিক সিনিয়র যুুগ্ম আহবায়ক, নীল রতন দাস, অরুন পালিত, নারায়ন চন্দ্র হোল্ড, শুভাস মল্লিক, রবিন কুমার বিশ্বাস, নিপুন মন্ডল, গোবিন্দ দাস ও জীবন অধিকারীকে যুগ্ম আহবায়কসহ ৫১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি করা হয়েছে।