গাজীপুরের কালীগঞ্জে নৌকা ভ্রমণে গিয়ে মানিক রোজারিও (৩৫) নামে এক যুবকের রহস্যজনক নিখোঁজের দুইদিন পর বালুনদী থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মানিক রোজারিও নাগরী ইউনিয়নাধীন বাগদী এলাকার মৃত আগস্টিন রোজারিও’র ছেলে। এ সংক্রান্ত বিষয়ে মানিক রোজারিও’র স্ত্রী লিমা রোজারিও কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন যার নং ৭৫৯।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার নাগরী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বেশ কিছু বন্ধু ও প্রতিবেশী নারী পুরুষ ট্রলারযোগে বনভোজনে যায়। বিকাল তিনটার দিকে মানিকের বাড়ি থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ হয়নি। তার কিছুক্ষণ পর মোবাইল ফোনে কল দিলে পার্শ্ববর্তী পানজোড়া গ্রামের জনৈক বাতেন ফোন রিসিভ করে বলেন, মানিক নৌকায় ঘুমাচ্ছেন। কিছু সময় পর আবার তিনি বলেন, মানিক নৌকায় ছিলেন না। রাত ১০টার দিকে মানিকের মোবাইল ফোনে পুনরায় কল করলে জনৈক দুলালের স্ত্রী ফোন রিসিভ করেন।
তিনি জানান, তার স্বামী বাড়িতে ফিরেছেন এবং তার ব্যাগে মানিকের মোবাইল ফোন পাওয়া গেছে। প্রায় ৪০ জন যাত্রী থাকা সত্ত্বেও কেউই নিখোঁজের সঠিক তথ্য দিতে পারেননি। রাতে সবাই বাড়িতে ফিরে এলেও মানিক ফিরেনি। অনেক খুঁজাখুঁজির পর মানিকের কোন সন্ধান না পেয়ে তার স্ত্রী লিমা রোজারিও কালীগঞ্জ থানায় একটি জিডি (নং ৭৫৯) করেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ছিকুলিয়া শশ্মান ঘাট সংলগ্ন বালু নদীর পাড়ে কচুরিপানার সাথে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পরে মানিকের পরিবারের লোকজন লাশটি সনাক্ত করে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিখোঁজের স্ত্রী লিমা রোজারিও বলেন, ‘আমার স্বামী শনিবার বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে বের হওয়ার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কয়েকবার ফোন করলে বিভিন্ন মানুষের কাছ থেকে ভিন্ন ভিন্ন তথ্য পেয়েছি। কেউ বলছে তিনি নৌকায় ঘুমাচ্ছেন, কেউ বলছে ছিলেনই না। পরে তার মোবাইল ফোন অন্য কারও ব্যাগ থেকে পাওয়া গেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে।
মোবাইল ফোন কার কাছে পাওয়া গেছে এবং শেষবার তাকে কারা দেখেছে, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুর ইসলাম বলেন, বালু নদীতে মানিকের ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে মরদেহটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।