কলমাকান্দায় উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মিনহাজ বেগম ও কামরুল হাসান

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৬ পিএম
কলমাকান্দায় উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মিনহাজ বেগম ও কামরুল হাসান

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন দুইজন কৃতী শিক্ষক। বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজ বেগম এবং কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান তাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা অর্জন করেছেন।

প্রধান শিক্ষক মিনহাজ বেগম শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয় উন্নয়নে বহুদিন ধরে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। তার উদ্যোগে বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি আরও উন্নত হয়েছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বেড়েছে।

সহকারী শিক্ষক কামরুল হাসানও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, সৃজনশীল শিক্ষাদান পদ্ধতি এবং বিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে অবদানের জন্য গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে