ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে মজুদ করা খাদ্যবান্ধবের ১৭২ বস্তা সরকারি চালসহ দুই জনকে আটক করা হয়েছে।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন উপজেলা সদর বাজারের গৌর মন্দির সংলগ্ন এলাকায় দুই দোকান ঘরে অভিযান পরিচালনা করে এই চাল উদ্ধার করেন।
অভিযানে জব্দ করা চালের মধ্যে মোতাহারের দোকান ঘর থেকে ১৫০ বস্তা ও রহমত আলীর দোকান ঘর থেকে ২২ বস্তা। সেই সাথে খালি বস্তা, একটি ওজন যন্ত্র এবং একটি বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়। আটক করা হয় দু’জন শ্রমিককে।পলাতক রয়েছে দোকানের মালিক মোতাহার মিয়া ও রহমত আলী।
আটককৃতরা শ্রমিকরা হলেন নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামের শাহ কামাল (৩৮) ও জুয়েল মিয়া (৪০) । আটককৃতদের রাতেই ৩ দিন করে জেল দেয়া হয়েছে। এসময় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালগুলো সরকারি পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। চাল গুলো উদ্ধার করে আমাদের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে । সিংক - শাহীনা নাছরীন-উপজেলা নির্বাহী কর্মকর্তা ।