নীলফামারীর কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের জায়গায় দোকানঘর নির্মাণর জন্য গোপনে বাউন্ডারি ওয়ালের ভিতরের কাঁঠাল গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার রাতে অজ্ঞাতনামা চোর উল্লেখ করে প্রধান শিক্ষক বাদি হয়ে থানায় মামলা করেছেন। এলাকাবাসি জানান, বিদ্যালয়ের সৌন্দর্য রক্ষার্থে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে প্রধান সড়ক সংলগ্ন বিদ্যালয়ের সামনের নির্দিষ্ট জায়গায় ফাঁকা রাখা হয়। কিন্তু জামানতের টাকার লোভে সেই স্থানে দোকানঘর নির্মাণের জন্য একজন সহকারী শিক্ষক ও ৪র্থ শ্রেণির কর্মচারী রোববার সকাল ৭টায় প্রায় ৫ হাজার টাকা মূল্যের ফলদ গাছটি কেটে নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম জানান, ওই কাঁঠাল গাছটি কাটার বিষয়ে আমি কিছুই জানি না। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে থানায় মামলা করেছি। এতে কোন শিক্ষক-কর্মচারী জড়িত আছে কিনা তদন্তে উদঘাটন হবে। কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম এ ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।