ইমরান হোসাইন রুবেলঃ সারিয়াকান্দি (বগুড়া) সারিয়াকান্দিতে গত তিন দিনের টানা বর্ষনে গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। রেইনকাট জনিত দুই পাশ ধসের কারনে উপজেলার প্রধান সড়ক গুলোর বেহাল অবস্থা হয়ে পড়েছে। কয়েকটি সহনে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। উপজেলার জনগুরুতব পূর্ণ সড়ক গুলোর এই অবস্থা হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াতে দূর্ভোগের পোঁহাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, জনগুরুত্বপূর্ণ সড়ক জামালপুর মাদারগঞ্জ বালিজুড়ি হতে সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের জামথল নৌ-বনদর পর্যন্ত পাকা সড়কের বহু সহান ধসে পড়েছে। কর্নিবাড়ী -ছোনপচা , বোহাইল- ধারাবর্ষা,নিজবলাইল-সারিয়াকান্দি,সারিয়াকান্দি-সোনাতলা,সারিয়াকান্দি -সুখানপুকর, করিতলা ভায়া চন্দনবাইশা ঘুঘুমারী সড়ক ছাড়াও ভেলাবাড়ী- সারিয়াকান্দি উপজেলা পরিষদ -গনকপাড়া, সারিয়াকান্দি-নারচী ভায়া ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এরই মধ্য নারচী -হাটফুলবাড়ী সড়কে একাধিক সহন ধসে পড়ায় সরাসরি যানবাহন চলাচল বন্ধ আছে।
এব্যপারে উপজেলা প্রকৌশলী তুহিন সরকারের সাথে যোগাযোগ করা হলে বলেন, সড়ক গুলো দ্রুত মেরামত করে যোগাযোগের উপযোগী করা হবে।