শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছম আলীকে (৬৮) গ্রেপ্তার করেছে র্যাব। ছম আলী শেরপুর সদর উপজেলার বড়ইতলা এলাকার শরবেশ আলীর ছেলে। গত ২৫ ডিসেম্বর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমন করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন পূর্বক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫ শ ১৮ জন হাজতি ও কয়েদীকে পালাতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় ২৫ ডিসেম্বর রাতে জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত ছম আলীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত ছম আলীকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।