বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ২

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৩ পিএম
বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার বাশফোঁড় কলোনিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় পরিচালিত এ অভিযানে ১৬৬ বোতল কেরু মদ, ৩০ বোতল দেশীয় মদ ও ৪৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

যৌথ বাহিনীর একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চকসুত্রাপুরের বাশফোঁড় কলোনিকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ রয়েছে। এই সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে এলাকাটিকে মাদকের আড্ডাখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ ছিল। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রনি বাঁশফোঁড় এবং শান্ত বাশফোঁড়।

অভিযানে অংশ নেওয়া এক জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তফা মঞ্জুর বলেন, মাদক ব্যবসায়ীরা সমাজের জন্য ভয়াবহ হুমকি। এ অভিযান শুধু একটি অংশ আমরা নিয়মিত এ ধরনের তৎপরতা চালিয়ে যাব। অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়।

স্থানীয়রা জানান, বাশফোঁড় কলোনিতে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন হতো। এর কারণে এলাকায় চুরি-ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে গিয়েছিল। এই অভিযান আমাদের জন্য স্বস্তির। আমরা চাই নিয়মিত এ ধরনের অভিযান হোক তবেই এলাকাটি মাদকমুক্ত হবে।

বগুড়া সদর থানায় অফিসার ইনচার্জ হাসান বাসির জানান, বগুড়া শহর ও আশপাশে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি আরও সক্রিয় ভূমিকা পালন করছে। চকসুত্রাপুরে এ অভিযান তারই অংশ। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে