রাশিয়া ও কানাডা থেকে ৭৫ হাজার টন সার আনছে সরকার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪৪ পিএম
রাশিয়া ও কানাডা থেকে ৭৫ হাজার টন সার আনছে সরকার

দেশের কৃষিখাতে সার সরবরাহ নিশ্চিত করতে রাশিয়া ও কানাডা থেকে মোট ৭৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩৩১ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিন্টর্গ)-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় তৃতীয় লটের ৩৫ হাজার টন এমওপি সার আমদানি অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৫৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকা। প্রতি টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬১ মার্কিন ডলার।

একই বৈঠকে বিএডিসি ও কানাডার কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় সপ্তম লটের ৪০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ১৭৭ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকা। এখানেও প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬১ মার্কিন ডলার।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সার আমদানিতে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে। সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকদের জন্য প্রয়োজনীয় সার যথাসময়ে সরবরাহ নিশ্চিত করা।

আপনার জেলার সংবাদ পড়তে