চিরিরবন্দরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম
চিরিরবন্দরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা

চিরিরবন্দরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।  গত ১৫ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত ৮ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বলাইবাজারে মন্দির চত্বরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া । 

মন্দির সভাপতি বাবু মনমোহন রায়ের সভাপতিত্বে চিরিরবন্দর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বাবু বিকাশ কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক বাবু ননী গোপাল রায়, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম (মমিন), চিরিরবন্দর উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম সরকার দুলু, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ, অমরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমান আনিছসহ উপজেলা বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ৫ শতাধিক হিন্দু ধর্মলম্বীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে