ভারতের দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি করতে ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। এই অনুমতিতে মোট এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করার সুযোগ দেওয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই রপ্তানি কার্যক্রম চলবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৩৭টি প্রতিষ্ঠানকে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে, যার মেয়াদ ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত।
তবে, এই রপ্তানি অনুমতির সঙ্গে কিছু বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করা, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করা, এবং পূর্ববর্তী অনুমোদিত পরিমাণের অতিরিক্ত মাছ রপ্তানি না করা। একই সঙ্গে প্রতিটি পণ্য চালান রপ্তানির সময় শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে 'ASYCUDA World System' পরীক্ষা নিশ্চিত করতে হবে, যেন অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি না হয়।
এছাড়া, এই অনুমতিটি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় এবং অনুমোদিত রপ্তানিকারক নিজে রপ্তানি না করে সাব কন্ট্রাক্ট দিতে পারবেন না। সরকার প্রয়োজনে এই রপ্তানি অনুমতি বাতিল করার অধিকার রাখে।
রপ্তানি কার্যক্রমের জন্য ৩৭টি প্রতিষ্ঠান যারা অনুমোদন পেয়েছে, তাদের জন্য এ নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইলিশ রপ্তানির বাজারে বৈধতা এবং মান বজায় রাখার ক্ষেত্রে শুল্ক কর্তৃপক্ষের কঠোর নজরদারি থাকবে।