শ্যামলীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ৬

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৯ পিএম
শ্যামলীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ৬

রাজধানীর শ্যামলীতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলে অংশ নেওয়া কয়েকজন ব্যক্তিরা বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ তাদের ধাওয়া করে হাতেনাতে ছয়জনকে আটক করতে সক্ষম হয়।

এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, "ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে থাকা কিছু ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর পুলিশ ধাওয়া দিয়ে ছয়জনকে আটক করে। এই সময় আরো কয়েকজন মোটরসাইকেল নিয়ে স্লোগান দিতে থাকে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মিছিলটি সকাল ৮টার দিকে শ্যামলী শিশুমেলা থেকে শুরু হয়ে আগারগাঁও চক্ষু হাসপাতালের সামনে পর্যন্ত যায়, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মিছিলের সময় এই ঝটিকা মিছিলে প্রায় ৭০ থেকে ৮০ জন সদস্য উপস্থিত ছিলেন। তারা কিছুক্ষণ স্লোগানও দেন।

ওসি ইমাউল হক আরও জানান, "আটক ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

আপনার জেলার সংবাদ পড়তে