দিনাজপুরের কাহারোল উপজেলায় সকল পূজা মন্ডপ কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাহারোল উপজেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি নির্মল কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের বি,এন,পি’র মনোনয়ন প্রত্যাশী বীরগঞ্জ উপজেলার বি,এন,পি’র সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা বি,এন,পি’র সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশাহ। বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বি,এন,পি’র সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীরগঞ্জ উপজেলা বি,এন,পি’র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান সিরাজ শিপন, উপজেলা শাখা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি নির্মল কুমার রায়সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ।