জামালপুরে নাশকতার পরিকল্পনার মামলায় ছাত্রলীগের-বোতল মাসুদ গ্রেফতার

এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) :
| আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম
জামালপুরে নাশকতার পরিকল্পনার মামলায় ছাত্রলীগের-বোতল মাসুদ গ্রেফতার

জামালপুর  জেলার সরিষাবাড়ি উপজেলা ২৪ জুলাই-আগস্টের রাজনৈতিক মামলায় ফ্যাসিস্ট  আওয়ামীলীগের ধূসর জামালপুর -৪ আসনের ভোট চোর এমপি প্রিন্সিপাল আব্দুর  রশিদের চাচাতো ভাই পরিচয়দানকারি  নিষিদ্ধ ঘোষিত সংগঠন

ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক পরিচয় দানকারী মাসুদুর  রহমান (হিরো+বোতল মাসুদকে)  নাশকতার পরিকল্পানা করার সময় জামালপুর পৌর শহরের শফী মিয়া বাজার  এলাকা থেকে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।  বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো.আতিক। তিনি জানান জামালপুরের

সরিষাবাড়ি আসনে অধ্যক্ষ আব্দুর  রশিদ এমপি হবার পর পুরো সরিষাবাড়ি তান্ডব শুরু করেন নিষিদ্ধ ঘোষিত এই ছাত্রলীগ নেতা। সে সময় সরিষাবাড়ি সিএনজি স্ট্যান্ড,  অটো স্ট‍্যান্ড বাস স্ট্যান্ড দখলসহ ক‍্যাসিনো   জুয়া, নারী ব‍্যাবসাসহ নিরিহ মানুষকে মিথ‍্যা মামলা, মিথ‍্যা জিডি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই  ছিল তার টার্গেট। ৫ আগষ্টের পর সরিষাবাড়ি থেকে পালিয়ে জামালপুরে চলে আসে।  তারপর  থেকেই আওয়ামীলীগ রক্ষাকারির আশ্রয়ে জামালপুর শহরে অবস্থান করে সাংবাদিক পরিচয়ে  জেলা জুড়ে নানা অপর্কমে জড়িয়ে পড়ে মাসুদ। পুলিশ, জঅই এমন কি বিভিন্ন অফিস পাড়ায় সাংবাদিক পরিচয় সখ্যতা গড়ে তুলে তার পদচারণায় অস্থির হয়ে উঠে সকলে। গতকাল তার নাশকতা পরিকল্পনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনার স্থল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে