মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করেছে, যেসব 'জুলাই শহীদ' ও 'জুলাই যোদ্ধা'র নাম ভুয়া প্রমাণিত হবে, তাদের নাম সংশোধিত তালিকা থেকে বাদ দিয়ে সংশ্লিষ্ট গেজেট প্রকাশ করা হবে। আরও জানানো হয়েছে, যারা এই ভুয়া তথ্য প্রদান করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, সম্প্রতি কিছু গণমাধ্যমে ‘ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি তাদের নজরে আসে। এ কারণে, তারা সতর্ক হয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধাদের এমআইএসভুক্ত তালিকাটি ইতোমধ্যে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। তবে তালিকায় যেসব নাম ভুয়া ছিল, সেগুলি যাচাই-বাছাই করে বাদ দেওয়া হয়েছে এবং সংশোধিত তালিকা এখনো প্রকাশের প্রক্রিয়ায় রয়েছে।
গণমাধ্যমে যে ভুয়া নামগুলি প্রকাশিত হয়েছে, সেগুলোর পুনঃতদন্ত করছে 'জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর'। কোনো নাম যদি ভুয়া প্রমাণিত হয়, তবে তা তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয় একাধিকবার উল্লেখ করেছে, তারা সর্বদা 'সঠিক তালিকা প্রণয়ন' নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ব্যাখ্যায় আরও বলা হয়েছে যে, 'যৌক্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে সঠিক তথ্য প্রকাশ করা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে রক্ষায় মন্ত্রণালয় সর্বদা সচেষ্ট থাকবে।'
এছাড়া, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যে, এই ভুল তথ্য সঠিকভাবে যাচাই করার জন্য তারা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট সমস্ত সংশোধন কার্যক্রম সম্পন্ন করবে।