সিলেটে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

এফএনএস (সিলেট): | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৬ পিএম
সিলেটে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

উজানে ভারতের পাহাড়ি অঞ্চলে টানা বর্ষণ ও সিলেটে অব্যাহত বৃষ্টিপাতের কারণে জেলার নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যেই সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। জেলার অন্যান্য নদীতেও পানির প্রবাহ বাড়ছে। ফলে সুরমা-কুশিয়ারা তীরবর্তী ও নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট অফিসের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার এবং কুশিয়ারার পানি আমলসীদ পয়েন্টে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এর আগের ২৪ ঘণ্টায় জেলার সবকটি নদীর পানিই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যে সুরমার পানি কানাইঘাট পয়েন্টে ৮২ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। কুশিয়ারার পানি আমলসীদ পয়েন্টে ৬৮ সেন্টিমিটার, শেওলায় ৫১ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ২১ সেন্টিমিটার এবং শেরপুরে ৮ সেন্টিমিটার বৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

বিশেষজ্ঞরা জানান, সুরমা ও কুশিয়ারা নদীর পানি অব্যাহতভাবে বাড়তে থাকলে জেলার বিভিন্ন এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। তারা আশঙ্কা করছেন, ২০২২ ও ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নদীর প্রতিরক্ষা বাঁধগুলোর অনেক স্থানে এখনো যথাযথভাবে মেরামত না হওয়ায় পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ অঞ্চল।

আপনার জেলার সংবাদ পড়তে