গাইবান্ধা ঘাঘট নদী থেকে তাসমিন আরা নামের শিক্ষিকার মরদেহ উদ্ধার

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৮ পিএম
গাইবান্ধা ঘাঘট নদী থেকে তাসমিন আরা নামের শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধা নতুন ব্রীজ মিয়া পাড়া সংলগ্ন ঘাঘট নদীতে মর্ডান স্কুলের সাবেক শিক্ষিকা ও আসাদুজ্জামান প্রাইমারি স্কুলের বর্তমান শিক্ষিকা তাসমিন আরা (নাজ ) এর মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

শিক্ষিকা তাসমিন আরা নাজ গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকার নাজির হোসেনের মেয়ে। তিনি গাইবান্ধা মডার্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। দুপুরের দিকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার করে। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধারের পর আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

আপনার জেলার সংবাদ পড়তে