কিশোরগঞ্জে বিশ্ব নরসুন্দর দিবস উদযাপিত

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১০ পিএম
কিশোরগঞ্জে বিশ্ব নরসুন্দর দিবস উদযাপিত

বিশ্ব নরসুন্দর দিবস উপলক্ষে কিশোরগঞ্জ নরসুন্দর এসি সেলুন ব্যবসায়ী সমিতির আয়োজনে মঙ্গলবার  এই দিবসটি উদযাপন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোপাল নন্দী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার জেলা প্রতিনিধি মো.তরিকুল ইসলাম রেনু, কিশোরগঞ্জ নরসুন্দর এসি সেলুন ব্যবসায়ী সমিতির সভাপতি রতন চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক স্বপন মালাকার,সাংগঠনিক সম্পাদক রাজন বিশ্বাস, নির্মল বিশ্বাস প্রমুখ।

দিবসটি উদযাপন উপলক্ষে কালিবাড়িস্থ আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা নরসুন্দরদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা সাধারণ জনগণের কাছে তুলে ধরতে চাই।

আমরা আশা করি, এই ইভেন্টের মাধ্যমে নরসুন্দরদের অবস্থান ও সমস্যাগুলোর প্রতি সমাজের সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে। আমরা আমাদের এই পেশার সামাজিক মর্যাদা ও কর্মের স্বীকৃতি চাই।

আপনার জেলার সংবাদ পড়তে