ফেসবুকে অপ্রচারের অভিযোগে

তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতার সংবাদ সম্মেলন

এফএনএস (এম এ বাসেত; তেঁতুলিয়া, পঞ্চগড়) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২০ পিএম
তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতার সংবাদ সম্মেলন

তেঁতুলিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপ্রচারের অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতা ২নং তিরনইহাট ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মো. জুয়েল রানার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। 

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তেঁতুলিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তেঁতুলিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে তিরনইহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. হাবিবুর রহমান হাবিব তার বিরুদ্ধে ফেসবুকে চলমান অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে একক  সংবাদ সম্মেলনের আয়োজন করেন।  

লিখিত বক্তব্যে তিনি জানান আমি  ১৯৯৬ সালে তিনি ইউনিয়ন ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে রাজনীতিতে পদার্পণ করেন। এরপর দীর্ঘ ১৩ বছর এই দায়িত্ব পালনের পর যুবদলে যুক্ত হন। ২০১০-২০১১ সালে তিনি তেঁতুলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান এবং ১২ বছর নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করেন। আমার রাজনৈতিক জীবনে অন্যায় অনিয়ম করিনি এবং এলাকায় কেউ এর প্রমাণ দিতে পারবে না। কিন্তু  তেঁতুলিয়া উপজেলার ২নং তিরনইহাট ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মো. জুয়েল রানা সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তার রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সে বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধেও একইভাবে ইতোপূর্বে ফেসবুকে অপপ্রচার করেছে। বিভিন্ন ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় এবং  শালবাহান ইউনিয়নের এক ব্যবসায়ীর বাসায় রাতের আঁধারে হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি ভুক্তভোগীর ভিডিও বার্তায়ও উঠে এসেছে। সে একজন নেশাখোর ও নারীলোভী চরিত্রের, যার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও ভাইরাল হয়েছে।  এসব বিষয়ে জেলা ছাত্রদলের নিকট তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

হাবিব বলেন, আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত জানানোর পর থেকেই তার বিরুদ্ধে ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার শুরু হয়। এ উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে আমার সামাজিক ও রাজনৈতিক  সম্মানহানির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবিষয়ে তিনি আদালতে মামলা করবেন বলে জানান। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও তেঁতুলিয়া প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে