ফুলবাড়ীয়ায় পুলিশের সাথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মতবিনিময় সভা

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৬ পিএম
ফুলবাড়ীয়ায় পুলিশের সাথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মতবিনিময় সভা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী  সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে  উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের নিয়ে অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রুকনুজ্জামান এর কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের সমস্যা, অভিযোগ বা অন্য কোন পরামর্শ আছে কিনা সে সংক্রান্তে আলোচনা করা হয়। পাশাপাশি সমাজে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য এবং তাদের অধিকার নিয়েও গুরুত্বারোপ করেন। নিজেদের সমস্যাগুলো যাতে তুলে ধরতে পারেন ও একজন আরেকজনের পাশে দাড়াতে পারে সেই লক্ষ্যে তাদের মধ্যে কমিটি গঠন করে দেওয়া হয়। 

মতবিনিময় কালে ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের উপর সহিংসতা ও হয়রানির কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আমাকে জানাবেন।  

সে যেই হউক না কেন সাথে সাথেই  তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এসময়  ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডবি­উএ) এর চেয়ারম্যান মি. প্রত্যুষ মারাক, জেনারেল সেক্রেটারী মি. হেরিদ সাংমা, মিসেস বিউটি মানখিন, মি. লিটন মারাক, মি.মানুয়েল জেংচাম প্রমূখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও, রাঙামাটিয়া ও এনায়েতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৫ হাজারের অধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন বসবাস করেন।

আপনার জেলার সংবাদ পড়তে