রূপসায় উপজেলা শ্রমিক দলের প্রস্তুতি সভা

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৪ পিএম
রূপসায় উপজেলা শ্রমিক দলের প্রস্তুতি সভা

২১ সেপ্টেম্বর ২০২৫ রূপসা বাসস্ট্যান্ডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সম্প্রীতি'র সমাবেশ সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূর্ব রূপসা শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে  রূপসা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, খুলনা জেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক ও রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব মো. ইউনুস গাজী। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. সাইফুর রহমান মোল্লা।

বিশেষ অতিথির বক্তৃতা করেন, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. দিদারুল ইসলাম দিদার। রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সহ-সভাপতি মো. মিঠু মোল্লা, মালিক সমিতির উপ-সাধারণ সম্পাদক রেজাউল করিম ছোট, খুলনা আন্ত:জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আহবায়ক মো. লাবলু শেখের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হান্নান মীর, শ্রমিক নেতা মো. সোহেল হোসেন, মো. ইউনুস সরদার, কামাল শেখ, আতাহার গাজী, হুমায়ুন কবির, বশির উদ্দিন সুজা, মো. জামাল শিকদার, মো. সুমন খান, টিংকু দাস, মালেক শেখ, কবির গাজী, বাবুল শিকদার, মো. দেলোয়ার হোসেন, ইসমাইল গাজী, বাসের শেখ, ইব্রাহিম হোসেন, শহিদ মুন্সি, সমির খান, আতাউর রহমান আবু, অমিত দাস, ফয়সাল শেখ, আলামিন শিকদার, ইব্রাহিম, খলিল শিকদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন আল ইমরান।

আপনার জেলার সংবাদ পড়তে